গুচ্ছ ভর্তি: ইউজিসিতে বৈঠকে ২৪ ভিসি

দেশের ২৪টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষ নিয়ে আবারও বৈঠকে বসেছেন বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যরা।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরের দিকে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে ইউজিসির অডিটোরিয়ামে গুচ্ছভুক্ত সমন্বিত ভর্তি কমিটির ৩২তম সভা শুরু হয়।

এদিকে, ২৪ বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা বহাল রাখার দাবিতে দুপুর ১২টা থেকে ইউজিসি ভবনের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়েছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। ‘রেভ্যুলেশন ফর জিএসটি’ ব্যানারে তারা এ কর্মসূচি করছেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন। বারবার আশ্বাস দেওয়া হলেও কোনো ফলাফল পাচ্ছেন না তারা। দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। ভর্তির বিজ্ঞপ্তি না আসা পর্যন্ত তারা ইউজিসি ভবনের সামনে অবস্থান করবেন।

আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থী আবদুল মালেক সিয়াম বলেন, শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। তারপরও বিশ্ববিদ্যালয়গুলো একের পর এক গুচ্ছ থেকে বের হয়ে যাচ্ছে। আমরা জানতে পেরেছি, আজকে গুচ্ছ ভর্তি নিয়ে ২৪ বিশ্ববিদ্যালয়ের ভিসিরা ইউজিসিতে বসেছেন। যেকোনো মূল্যে ভর্তি বিজ্ঞপ্তি নিয়েই আজ আমরা ঘরে ফিরবো।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.