প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মেক ইন ইন্ডিয়া’ ব্যর্থ হয়েছে এবং আমাদের তুলনায় যেকোনও বিষয়ে চীন অন্তত ১০ বছর এগিয়ে আছে বলে জানিয়েছেন ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী।
সোমবার লোকসভায় প্রেসিডেন্টের ভাষণের উপর আলোচনায় মোদী নেতৃত্বাধীন বিজেপি সরকারের সমালোচনা করতে গিয়ে তিনি এসব কথা বলেন।
কংগ্রেস পার্টির সংসদ সদস্য রাহুল গান্ধী বলেন, লাদাখে চীনা আগ্রাসন নিয়ে প্রধানমন্ত্রী মোদীর দাবির সঙ্গে দেশের সেনাবাহিনীর বক্তব্যের মিল নেই। দুপক্ষের দাবি পরস্পর-বিরোধী। প্রধানমন্ত্রী সকলের সামনে বলছেন চীনা আগ্রাসন হয়নি। কিন্তু ভারতীয় সেনাবাহিনী বলে চলেছে, আমাদের ৪ হাজার বর্গ কিমি এলাকা দখল করে রয়েছে চীন।
রাহুল আরও বলেন, আমি রাষ্ট্রপতির ভাষণ পুরোটাই শুনেছি। গত কয়েক বছর ধরে তিনি একই কথা ঘুরিয়ে-ফিরিয়ে বলে চলেছেন। আমরা এই করেছি, এই করেছি, এই করেছি। যে কোনও দেশ চলে উৎপাদন ও খরচের উপর ভর দিয়ে। অথচ, এদেশে রিলায়েন্স, আদানি, টাটা, মাহিন্দ্রা কোম্পানির বাড়বৃদ্ধি ঘটলেও দেশের কোনও উন্নয়ন হয়নি। আসলে আমরা দেশের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করতে ব্যর্থ হয়েছি। যার সুফল নিয়েছে চীন। আমরা চীনা ফোন ব্যবহার করি, বাংলাদেশি জামা পরি, যার সব লাভের কড়ি নিয়ে যাচ্ছে চীন। আমাদের তুলনায় যে কোনও বিষয়ে চীন অন্তত ১০ বছর এগিয়ে আছে।
রাহুল দিল্লির দূষণ নিয়ে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালেরও কড়া সমালোচনা করেন। যমুনার দূষিত পানি বোতলে ভরে আপ সুপ্রিমোকে চ্যালেঞ্জ করে তিনি বলেন, ‘যমুনার জল পান করুন, তারপর হাসপাতালে দেখা হবে। অরবিন্দ কেজরিওয়াল কথা দিয়েছিলেন, নতুন রাজনৈতিক ব্যবস্থা গড়বেন, দুর্নীতি দূর করবেন। ৫ বছরের মধ্যে যমুনা নদী পরিষ্কার সেখানে ডুব দেবেন। কিন্তু যমুনা এখনও দূষিত। আমি বলছি, কেজরিওয়াল যমুনা নদী থেকে এক ঢোঁক পানি পান করুন । তারপরেই হাসপাতালে দেখা হবে।
কেজরিওয়াল দাবি করেছেন দিল্লির বদনাম করতে যমুনার পানিতে বিষ মেশাচ্ছে হরিয়ানা। তার জেরে হরিয়ানা হাইকোর্টের নোটিসও পেতে হয়েছে তাঁকে। কিন্তু এই ইস্যুতে ‘ইন্ডিয়া’ জোটের সঙ্গী আপের পাশে দাঁড়ায়নি কংগ্রেস। পার্সটুডে



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.