গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় ৫২১ জনকে আসামি করে মামলা মামলা করা হয়েছে। এতে ১৭১ জনের নাম উল্লেখ করে ৩০০ থেকে ৩৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) টুঙ্গীপাড়া থানার উপ-পরিদর্শক রাব্বি মোরসালীন বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। এ ঘটনায় এখন পর্যন্ত একজনকে আটক করা হয়েছে। এসব তথ্য নিশ্চিত করেন টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম।
জানা যায়, রোববার সন্ধ্যায় খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের সামনের আওয়ামী লীগের সমর্থকরা লিফলেট বিতরণ করছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লিফলেট বিতরণ বন্ধ করতে গেলে পুলিশের সঙ্গে আওয়ামী লীগের সমর্থকদের বাকবিতণ্ডা বাঁধে। এসময় পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে স্থানীয় মুদি দোকানদার সাফায়েত হোসেনকে আটক করা হয়। এক পর্যায়ে স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের গাড়ি আটকে ভাঙচুর ও কয়েকজন পুলিশ সদস্যের ওপর হামলা চালায় আওয়ামী লীগের সমর্থকরা।
হামলার খবর পেয়ে টুঙ্গীপাড়ার থানার ওসি ঘটনাস্থলে গেলে হামলা শিকার হয়ে তিনিসহ পাঁচ পুলিশ সদস্য আহত হন। পরে ঘটনাস্থলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মঈনুল হোসেন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ ঘটনার পরই নিরাপত্তা দিতে বেশ কয়েকটি সাঁজোয়া যান নিয়ে টুঙ্গীপাড়া থানার সামনে রাত থেকে সকাল ১০টা পর্যন্ত অবস্থান করে সেনাবাহিনী। এছাড়া টুঙ্গীপাড়া থানা এলাকায় অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.