বান্দরবানের লামার সরই ইউনিয়নের লুলাইং এলাকা থেকে সাত জন শ্রমিককে অপহরণের অভিযোগ উঠেছে। তবে কে বা কারা অপহরণের সঙ্গে জড়িত তা জানা যায়নি। শ্রমিকদের নাম-পরিচয়ও জানা যায়নি।
রবিবার (২ ফেব্রুয়ারি) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে ওই এলাকায় একদল শ্রমিক কাঠ কাটতে যান। সে সময় সেখানে একদল সন্ত্রাসী সাত জন শ্রমিককে অপহরণ করে নিয়ে যায়।
সরই ইউপি চেয়ারম্যান ইদ্রিস চৌধুরী বলেন, ‘সকালে কয়েকজন শ্রমিক কাজ করতে গেলে আমার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের লুলাইং এলাকা থেকে তাদের সাত জনকে অপহরণ করে নিয়ে গেছে।’
পুলিশ সুপার (এসপি) মো. শহিদুল্লাহ কাওসার বলেন, ‘অপহরণের খবর শুনে সেখানকার পুলিশ ফাঁড়ির ইনচার্জকে নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনাস্থলে পুলিশ রওনা দিয়েছে। তবে এলাকাটি অনেক দুর্গম, তাই খবর পেতে আরও সময় লাগবে। এখনও অপহরণকারী কিংবা শ্রমিকদের পরিচয় পাওয়া যায়নি।’



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.