শীর্ষ সন্ত্রাসীদের অবস্থান ও গ্রেফতার সম্পর্কে জানতে চাইলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক বলছেন, ৫ আগস্টের পর জামিনে জেল থেকে বের হওয়া শীর্ষ সন্ত্রাসীরা কে, কোথায় তা নিশ্চিত হওয়া যায়নি। তবে তাদের অবস্থান শনাক্ত ও অপরাধে জড়িতদের গ্রেফতারে নিয়মিত অভিযান চলছে।
শনিবার (১ ফেব্রুয়ারি) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
শীর্ষ সন্ত্রাসীরা কোথায়, আপনারা কী তাদের অবস্থান নিশ্চিত নন- জানতে চাইলে তিনি বলেন, আমরা ইতোমধ্যে পিচ্চি হেলাল ও ইমন গ্রুপের কয়েকজনকে গ্রেফতার করেছি। আমরা এখনও তাদের অবস্থান নিশ্চিত করতে পারিনি। তবে আমাদের শতভাগ চেষ্টা চলছে। পেলেই গ্রেফতার করবো। আমরা সক্রিয় আছি।
নগরবাসীর নিরাপত্তা দিতে কী পুলিশ ব্যর্থ- জানতে চাইলে তিনি বলেন, ঢাকা মহানগরীসহ সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষা ও স্বাভাবিক রাখা নিয়ে কাজ করছি। শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য যা যা করা দরকার পুলিশ তা করছে। ছিনতাইকারীরা আইনশৃঙ্খলা বিঘ্ন করছে। তাদের যে ছিনতাই প্রচেষ্টা তা রোধ ও গ্রেফতারে ডিবির সবগুলো ইউনিটসহ স্পেশাল টিমগুলো কাজ করছে। আশা করছি খুব দ্রুত সুফল পাবেন নগরবাসী।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.