তাইওয়ানের সরকারি কর্মচারীদের ডিপসিক ব্যবহারে নিষেধাজ্ঞা

চীনের আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স চ্যাটবট ডিপসিক ব্যবহারে তাইওয়ানের সরকারি কর্মচারীদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

শুক্রবার এ প্রসঙ্গে তাইওয়ানের ডিজিটালবিষয়ক মন্ত্রণালয় জানায়, এটি একটি চীনা পণ্য (সেবা) যা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হতে পারে। তাইওয়ানের ওই মন্ত্রণালয় আরো বলে, ডিপসিক সীমান্তে তথ্য প্রেরণ ও তথ্য ফাঁসের ঘটনার সঙ্গে সম্পৃক্ত।

শনিবার (১ ফেব্রুয়ারি) এএফপি এখব নিশ্চিত করেছে।

দক্ষিণ কোরিয়া, আয়ারল্যান্ড, ফ্রান্স, অস্ট্রেলিয়া এবং ইটালি এই চীনা এআই চ্যাটবটের ডাটা অনুশীলন নিয়ে প্রশ্ন তুলেছে। তাইওয়ানের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি এমন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পণ্যসেবা সরকারি বিভিন্ন সংস্থায় ব্যবহারের ক্ষেত্রে তাইওয়ান ২০১৯ সাল থেকে নিষিদ্ধ করে আসছে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.