মৃদু শৈত্যপ্রবাহের কবলে পড়েছে উত্তরের জেলা পঞ্চগড়। হিমালয়ের বহমান হিম বাতাসের কারণে ওঠানামা করছে তাপমাত্রার পারদ। ঘন কুয়াশার সাথে শীতের তীব্রতার ফলে চরম বিপাকে এ জেলার নিম্ন আয়ের মানুষরা। হালকা সূর্যের দেখা মিললেও nei উত্তাপ।
শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। যা আজ সারাদেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড।
আবহাওয়া অফিস বলছে, উত্তর দিক থেকে হিমালয়ের হিম বাতাসের কারণে এ জেলায় তাপমাত্রার পারদ ওঠানামা করছে। দিনের বেলা তেমন শীত না থাকলেও সন্ধ্যার পর থেকে পরদিন সকাল পর্যন্ত কুয়াশায় ঢেকে থাকছে চারপাশ। শিশির বিন্দুর সাথে হিমেল হাওয়ার দাপটে বাড়ছে শীতের তীব্রতা। যার ফলে অব্যাহত রয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। তবে তাপমাত্রা ওঠানামার কারণে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ এ জেলার উপর দিয়ে বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি শীতের তীব্রতা বৃদ্ধির কথা জানানো হয়েছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.