মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) পিএলসি সম্প্রতি দেওয়ান ফ্যাশন ওয়্যারস লিমিটেডের সাথে তার কর্মচারীদের পে-রোল ব্যাংকিং পরিষেবা প্রদানের জন্য একটি চুক্তি সই করেছে।
বুধবার (২৯ জানুয়ারি) এমটিবির কর্পোরেট হেড অফিসে অনুষ্ঠিত একটি অনাড়ম্বর অনুষ্ঠানে নথি বিনিময় করা হয়। এমটিবি দ্বারা এই স্বাক্ষর অনষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৈয়দ মাহবুবুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা, মোঃ খালিদ মাহমুদ খান, অতিরিক্ত ব্যবস্থাপন পরিচালক ও প্রধান ব্যবসায়িক কর্মকর্তা, মোঃ শাফকাত হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান এবং হাবিবুর রহমান, হোলসেল ব্যাংকিং বিভাগের প্রধান- মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এবং দেওয়ান ফ্যাশন ওয়্যারসের ব্যবস্থাপনা পরিচালক, মোঃ কবির হোসেইন।
এছাড়া, তাহসিন তাহের, হেড অব রিটেইল সেগমেন্ট এন্ড স্ট্র্যাটেজি, রশিদ আহমেদ বিন ওয়ালী, হেড অব পে-রোল ব্যাংকিং, তানজিনা আলী, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার, পে-রোল ব্যাংকিং, দেওয়ান ফ্যাশন ওয়্যারসের জেনারেল ম্যানেজার, মোঃ বজলুর রশিদ এবং উভয় প্রতিষ্ঠানের অন্যান্য উচ্চ পদস্থ কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.