মূল্যসূচকের মিশ্র প্রতিক্রিয়ায় শেষ হয়েছে আজকের লেনদেন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবসে মূল্যসূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে। তবে গত কার্যদিবসের থেকে বেড়েছে লেনদেনের পরিমাণ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ দশমিক ৩৮ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ১১২ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৩ দশমিক ৫৪ পয়েন্ট কমে ১ হাজার ১৩৩ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৭ দশমিক ৫৪ পয়েন্ট বেড়ে ১৯০৩ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৩৮৯ কোটি ৯৪ লাখ ৮৭ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৩১৪ কোটি ১৬ লাখ ৬৯ হাজার টাকা।

বৃহস্পতিবার ডিএসইতে মোট ৩৯৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১২০টি কোম্পানির, বিপরীতে ২১৯ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৫৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.