ওয়াশিংটন ডিসিতে মাঝ আকাশে আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইটের সঙ্গে একটি হেলিকপ্টারের সংঘর্ষ হয়েছে।
ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রাত ৯টার দিকে রেগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টের রানওয়ে ৩৩-এর কাছে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় তদন্ত চলছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন।
সিএনএন বলছে, মার্কিন সেনাবাহিনীর ব্ল্যাক হক হেলিকপ্টারের সঙ্গে এই সংঘর্ষ হয়েছে।
সিবিএস নিউজ জানিয়েছে, ফ্লাইটটিতে ৬০ জন যাত্রী এবং চারজন কেবিন ক্রু ছিলেন।
মেট্রোপলিটন পুলিশ এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য দিতে পারেনি।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.