উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি লাগামহীনভাবে চলতে থাকবে বলে মন্তব্য করেছেনে দেশটির নেতা কিম জং-উন। বুধবার পিয়ংইয়ংয়ে এক বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন বলে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার সঙ্গে আবার কূটনৈতিক আলোচনা শুরু করা আগ্রহ প্রকাশ করার কয়েকদিনের মাথায় কিম জন-উন এ কথা বলেন।
শত্রুভাবাপন্ন দেশগুলোর সঙ্গে উত্তর কোরিয়ার সংঘাত ‘অনিবার্য’ উল্লেখ করে কিম বলেন, ২০২৫ সাল হবে তার দেশের পারমাণবিক বাহিনীর জন্য একটি গুরুত্বপূর্ণ বছর। অনির্দিষ্টকালের জন্য এবং লাগামহীনভাবে আমাদেরকে পারমাণবিক হুমকি মোকাবিলার দক্ষতা অর্জন করতে হবে। এটিকে তিনি তার দেশের অটল রাজনৈতিক ও সামরিক অবস্থান এবং অলঙ্ঘনীয় মহৎ দায়িত্ব বলে উল্লেখ করেন।
উত্তর কোরিয়ার নেতা বলেন, শত্রুভাবাপন্ন দেশগুলোর বিরুদ্ধে একটি দীর্ঘমেয়াদি অনিবার্য যুদ্ধের জন্য পিয়ংইয়ংয়ের প্রস্তুতি শক্তিশালী করতে হবে। ডোনাল্ড ট্রাম্প গত ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করার পর উত্তর কোরিয়া একটি কৌশলগত গাইডেড ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়।
উত্তর কোরিয়া বলে আসছে, দেশটি মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিশেষ করে দক্ষিণ কোরিয়ার হুমকি প্রতহিত করার জন্য পরমাণু অস্ত্র তৈরি করছে। ট্রাম্প তার আগের শাসনামলে উত্তর কোরিয়ার নেতা কিমের সঙ্গে তিন দফা সাক্ষাৎ করেন; কিন্তু এসব সাক্ষাতের মাধ্যমে আমেরিকা-উত্তর কোরিয়ার সম্পর্কের কোনো উন্নতি হয়নি। পার্সটুডে
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.