দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুথ কার্যদিবসে ৩৯৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (২৯ জানুয়ারি) কোম্পানিটির ১২ কোটি ১৭ লাখ ২২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে এডিএন টেলিকম। কোম্পানিটির এদিন লেনদেন হয়েছে ১০ কোটি ২৯ লাখ ১৪ হাজার টাকার। আর ৭ কোটি ২৭ লাখ ২৭ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক পিএলসি।
এদিন লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- ওরিয়ন ইনফিউশন লিমিটেড, মিডল্যান্ড ব্যাংক, এশয়াটিক ল্যাবরেটরিজ, এমজেএল বিডি, ফারইস্ট নিটিং, মালেক স্পিনিং এবং ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স পিএলসি।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.