‘জনগণের বিপক্ষে কাজ করলে ৫ আগস্টের মতোই পরিণতি হবে’

জনগণের বিপক্ষে কাজ করলে ৫ আগস্টের মতোই পরিণতি হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

মঙ্গলবার (২৯ জানুয়ারি) বিকেলে বিএনপির প্রশিক্ষণবিষয়ক কমিটির আয়োজনে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলায় বিএনপির কর্মশালায় ভার্চ্যুয়াল মাধ্যমে যুক্ত হয়ে নেতা-কর্মীদের উদ্দেশে এ কথা বলেন তিনি।

রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক ওই প্রশিক্ষণ কর্মশালায় খুলনা জেলা, মহানগর, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার নেতারা অংশ নেন। খুলনার কর্মশালা হয় খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে। সাতক্ষীরার কর্মশালা হয় শহরের তুফান কনভেনশন সেন্টারে। বাগেরহাটের প্রশিক্ষণ কর্মশালা হয় শহরের জেলা পরিষদ মিলনায়তনে।

তারেক রহমান বলেন, ‘দেশের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে কাজ করলে পরিণতি কী হয়, আমরা ৫ আগস্ট দেখেছি। ৫ আগস্ট থেকে আমাদের অনেক কিছু শেখার আছে, অনেক কিছু বোঝার আছে। জনগণ থেকে, জনগণের প্রত্যাশা থেকে দূরে চলে গেলে ৫ আগস্টের পরিণতি হবে। ৫ আগস্টের পরিণতি থেকে কোনো রাজনৈতিক দলকে বাইরে থাকতে হলে তাদের জনগণের সঙ্গে থাকতে হবে, জনগণকে সঙ্গে রাখতে হবে।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘রাজনৈতিক কর্মী হিসেবে জনগণ যদি আপনার পাশে না থাকে, তাহলে আপনি কিসের নেতা? কিসের রাজনৈতিক কর্মী? একজন রাজনৈতিক কর্মী হিসেবে আপনার সার্থকতা কী? দশটা মানুষ আপনাকে সালাম দেয় কেন? তাঁদের জন্য আপনি কাজ করেন, বিপদে-আপদে পাশে থাকেন। কিন্তু আপনি যদি এমন কিছু করেন, যেটা তাঁর মনে কষ্ট দেয়, তখন তিনি আপনার পেছনে থাকবেন না। এখন মানুষ অনেক সচেতন। মানুষ আমাদের ওপরে আস্থা রাখতে চাইছেন, অর্থাৎ বিএনপির ওপরে। এই আস্থা নষ্ট করার জন্য যদি কেউ এমন কোনো কাজ করেন, যাতে আস্থা নষ্ট হবে, তাহলে আমার পক্ষে আমাদের পক্ষে তাঁকে টানা সম্ভব নয়। টানব না আমি তাঁকে। তাঁকে শেল্টার দেব না। এখানে দলকে স্বার্থপর হতে হবে। কোনো নেতা-কর্মী মানুষের আস্থা নষ্ট করলে তাঁকে আমরা নিজের ভাবতে পারব না।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.