স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার রূপরেখা চেয়ে ১৫ দিনের আলটিমেটাম দিয়েছেন ৭ কলেজের শিক্ষার্থীরা।
আন্দোলনরত শিক্ষার্থীদের মুখপাত্র আবদুর রহমান সাংবাদিকদের বলেন, ‘আমরা ৭ কলেজের জন্য বিশ্ববিদ্যালয় কেমন হবে তার একটি বিস্তারিত রূপরেখা চাই।’
তিনি আরও বলেন, রূপরেখা তৈরির জন্য দায়িত্বপ্রাপ্ত কমিটি আমাদের জানিয়েছে যে তাদের কাজ সম্পন্ন হয়েছে এবং শিগগির এটি জমা দেওয়ার আশ্বাস দিয়েছে। তবে, আমরা এর জন্য ১৫ দিনের সময়সীমা বেঁধে দিয়েছি।’
ঢাকা কলেজ মিলনায়তনে ৭ কলেজের ছাত্র প্রতিনিধিদের মধ্যে আলোচনার পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
এর আগে, স্বরাষ্ট্র ও তথ্য উপদেষ্টাদের সঙ্গে বৈঠকের পর ৭ কলেজের শিক্ষার্থীরা তাদের ছয় দফা দাবি পূরণের জন্য তাদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম তুলে নেয়।
গত রোববার (২৭ জানুয়ারি) ৭ কলেজের শিক্ষার্থীরা তাদের ৫ দফার অগ্রগতির বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মামুন আহমেদের সঙ্গে দেখা করতে যান।
উপ-উপাচার্য তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে জানিয়ে শিক্ষার্থীরা ওই সন্ধ্যায় সায়েন্সল্যাব মোড় অবরোধ করেন।
পরে ৭ কলেজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উপ-উপাচার্যের বাসভবন ঘেরাও করতে গেলে, ঢাবি শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ হয়।
কয়েকঘণ্টা সংঘর্ষের পর রাত ২টার দিকে শিক্ষার্থীরা সরে আসেন। পরে সোমবার ৭ কলেজের শিক্ষার্থীরা ছয় দাবিতে নিউমার্কেট থানা ঘেরাওয়ের ঘোষণা দেন।
এই ৭ কলেজ গত ৭ বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল। শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে কলেজগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পৃথকের ঘোষণা দেওয়া হয়।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.