দীর্ঘ পাঁচ বছর পর আবার সরাসরি ফ্লাইট চলাচল শুরু করতে সম্মত হয়েছে ভারত ও চীন। গতকাল চীন সফররত ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রির সঙ্গে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।
পররাষ্ট্রসচিবের বৈঠকের পর দুই দেশই বিবৃতি দিয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এই বৈঠকে দীর্ঘমেয়াদী নীতিগত স্বচ্ছতার লক্ষ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক ক্ষেত্রে সুনির্দিষ্ট উদ্বেগ নিয়ে আলোচনা করা হয়েছে। দুই দেশের মধ্যে প্রবাহিত অভিন্ন নদীর পানিপ্রবাহ বিশ্লেষণ ও অন্যান্য সহযোগিতার বিষয় নিয়েও দুই দেশের বিশেষজ্ঞরা বৈঠক করবেন।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, তারা চায় ভারত ও চীন পারস্পরিক সন্দেহ ও সংঘাত থেকে সরে আসুক। কেননা, দুই দেশের সম্পর্কের সঙ্গে জনগণের মৌলিক স্বার্থ জড়িয়ে আছে। দুই দেশের সহযোগিতা এশিয়াসহ বিশ্ব শান্তি ও সহযোগিতার পক্ষে জরুরি।
প্রাণঘাতী করোনাভাইরাস কোভিড-১৯’র কারণে ২০২০ সালের মে মাস থেকে কৈলাস-মানস সরোবর যাত্রা ও দুই দেশের মধ্যে সরাসরি বিমান পরিষেবা বন্ধ হয়ে যায়। তার এক মাস পর ২০২০ সালে জুনে পূর্ব লাদাখের গলওয়ানে দুই দেশের বাহিনীর মধ্যে সংঘর্ষ বাধে। ওই সংঘর্ষের জেরে চীনা সংস্থাগুলোর জন্য বিনিয়োগের পথ কঠিন করে তোলে ভারত। ভারতীয় সরকার দেশটিতে জনপ্রিয় শতাধিক চীনা অ্যাপ নিষিদ্ধ করে এবং সরাসরি যাত্রীবাহী ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা করে। কিন্তু পণ্যবাহী ফ্লাইটের সরাসরি চলাচল বন্ধ করা হয়নি।
গত অক্টোবরে রাশিয়ায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে আলোচনাসহ বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের বৈঠকের মাধ্যমে গত চার মাসে দুই দেশের সম্পর্কের উন্নতি হয়েছে। পার্সটুডে



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.