‘গাজা’ নামে একটি সুপার-হেভি ড্রোন উন্মোচন করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্স। ইসরাইলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের চলমান সংগ্রামকে সম্মান জানাতেই ড্রোনটির নাম ‘গাজা’ রাখা হয়েছে।
গতকাল একটি বৃহৎ সামরিক মহড়ায় ড্রোনটি উন্মোচন করা হয়। সামরিক মহড়ার আইআরজিসি’র এরোস্পেস ফোর্স প্রথমবারের মতো ‘গাজা’ ড্রোন ব্যবহার করে আটটি লক্ষ্যবস্তু সফলভাবে ধ্বংস করে।
আইআরজিসির বরাত দিয়ে প্রেস টিভি জানিয়েছে, এই ড্রোন একটানা ৩৫ ঘণ্টা আকাশে উড়তে পারবে। ৩ হাজার ১০০ কিলোগ্রাম ওজনের এই ড্রোনটি ঘণ্টায় ৩৫০ কিলোমিটার গতিতে উড়তে পারে। এটি ১০০০ কিলোমিটার দূরে লক্ষ্যবস্তু পর্যবেক্ষণের পাশাপাশি আঘাত হানতে পারবে।
রিপোর্টে আরও বলা হয়, গাজা ড্রোনের পেলোড ক্ষমতা কমপক্ষে ৫০০ কিলোগ্রাম, যা এটি ১৩টি বোমা বহন করতে সক্ষম। এর পরিসীমা ১,০০০ কিলোমিটার এবং অপারেশনাল ব্যাসার্ধ ৪,০০০ কিলোমিটার।
আইআরজিসি নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলিরেজা তাংসিরি বলেছেন, পারস্য উপসাগরে চলমান প্রধান নৌ মহড়ার সময় তার অভিজাত বাহিনী অত্যাধুনিক ড্রোন ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ক্ষমতা সম্পন্ন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। পার্সটুডে
The Aerospace Force of Iran’s Islamic Revolution Guards Corps (IRGC) has unveiled a super-heavy drone, named Gaza.
The Gaza drone has a wingspan of 22 meters and a takeoff weight of 3,100 kilograms.
The drone has a flight endurance of 35 hours. pic.twitter.com/gIZWdNUUbg
— Press TV 🔻 (@PressTV) January 27, 2025



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.