চীনের ল্যাব থেকেই ছড়িয়েছে কভিড: সিআইএ

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ) শনিবার করোনা প্রাদুর্ভাবের উৎস সম্পর্কে নতুন ইঙ্গিত দিয়েছে। সংস্থাটি বলেছে, চীনের গবেষণাগার থেকেই করোনাভাইরাস ছড়িয়ে থাকতে পারে।

রবিবার (২৬ জানুয়ারি) যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে এতথ্য নিশ্চিত করেছে।

দীর্ঘ সময় ধরে করোনা মহামারিতে বিপর্যস্ত ছিল বিশ্ব। কিন্তু এর উৎস নিয়ে এখনও সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি।

উহানের একটি প্রাণী বাজার থেকে নয়, বরং করোনা মহামারিটি সেখানকারই একটি গবেষণাগার থেকে ছড়িয়ে পড়ে বলে যে তথ্য রয়েছে, সিআইএ সেটিকে সমর্থন করেছে। করোনার উৎস হিসেবে ল্যাব থেকে ছড়িয়ে পড়া তথ্যের পক্ষে সিআইএর এই অবস্থান নতুন কোনো গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে নয়, বরং বিদ্যমান প্রমাণের পুনর্মূল্যায়নের ওপর ভিত্তি করে পাওয়া গেছে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.