রাবিতে ভর্তি প্রক্রিয়ার আবেদন শুরু মঙ্গলবার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের স্থগিত থাকা ভর্তি প্রক্রিয়ার প্রাথমিক আবেদন কার্যক্রম আগামীকাল মঙ্গলবার (২৭ জানুয়ারি) থেকে দুপুর ১২টা থেকে শুরু হয়ে চলবে ৫ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

রবিবার (২৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ৫ ফেব্রুয়ারি প্রাথমিক আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর চূড়ান্ত আবেদন প্রক্রিয়া তিন ধাপে যথাক্রমে ১১ থেকে ১৫ ফেব্রুয়ারি, ১৮ থেকে ২০ ফেব্রুয়ারি এবং ২৩ থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত সম্পন্ন হবে। এবারের প্রাথমিক আবেদন ফি ৫৫ টাকা থেকে কমিয়ে সার্ভিস চার্জসহ ২২ টাকা নির্ধারণ করা হয়েছে।

পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী বাণিজ্য অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১২ এপ্রিল, মানবিক অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ১৯ এপ্রিল এবং বিজ্ঞান অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ২৬ এপ্রিল সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রংপুরে অবস্থিত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.