শিল্পপতি মোস্তফা গোলাম কুদ্দুসকে চৌদ্দগ্রামের মিয়া বাজারে নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে সমাহিতও করা হয়েছে।
শনিবার (২৫ জানুয়ারি) ভোরে এভারকেয়ার হাসপাতালে মৃত্যু বরন করার পর গুলশান আজাদ মসজিদে বাদ জোহর তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এর পরে দ্বিতীয় জানাজা মরহুমের গ্রামের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে অনুষ্ঠিত হয় পরে তাকে নিজ বারিতে দাফন করা হয়।
১৯৪৯ সালের ৪ মার্চ কুমিল্লায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলাদেশের শিল্প ও আর্থিক খাতের অগ্রগণ্য ব্যক্তিত্ব মোস্তফা গোলাম কুদ্দুস একাধারে ছিলেন একজন অগ্রপথিক, দূরদর্শী নেতা এবং প্রকৃত দেশপ্রেমিক।
তিনি ড্রাগন গ্রুপ এবং রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান এবং সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রতিষ্ঠাতা।
দেশের সোয়েটার শিল্পের জনক হিসেবে পরিচিত মোস্তফা গোলাম কুদ্দুস বাংলাদেশের অর্থনীতির নতুন দিগন্ত উন্মোচন করেন, যা লাখ লাখ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে।
একজন মুক্তিযোদ্ধা ও নিবেদিত দেশপ্রেমিক হিসেবে তিনি বাংলাদেশের উন্নতি ও মানুষের কল্যাণে নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করেছিলেন।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.