যান্ত্রিক ত্রুটির কারণে দুই দফা মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ ছিল। পরে চালু হলেও স্বাভাবিক হতে পারেনি কয়েক ঘণ্টাতেও।
শনিবার (২৫ জানুয়ারি) সকালে ও দুপুরে এই ঘটনা ঘটে।
জানা যায়, সকালে ৯টা ৪৯ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে ভর্তি পরীক্ষার কারণে অতিরিক্ত যাত্রীর চাপ ছিল। ওইসময় যাত্রীরা মেট্রোরেলের একটি কোচের দরজা পর্যন্ত এসে পড়ায় ওই দরজা বন্ধ হচ্ছিল না। বেশ কিছুক্ষণ এইভাবে দরজা খোলা থাকায় ১০ মিনিটের মতো ট্রেন চলাচল বন্ধ ছিল।
পরে আবার দুপুর ১টা ৩৯ মিনিটে উত্তরা অংশে অটোমেটিক ট্রেন সুপারভিশনে (এটিএস) সমস্যা দেখায় ট্রেন চলাচল বেশখানেক সময় বন্ধ থাকে। পরে ২টা ৫ মিনিটে লুপ লাইনে কেবল পল্লবী থেকে মতিঝিল ট্রেন চলাচল শুরু হয়েছে। কিন্তু পুরো পথে এখনও ট্রেন চলাচল শুরু হয়নি। এই ত্রুটির কারণে শুরুর ৪০ মিনিট বন্ধ থাকার পর পল্লবী স্টেশন থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়। পরে ২টা ৫০ মিনিট থেকে পুরো পথে মেট্রোরেল চলাচল শুরু হয়।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ বলেন, ওই সিগন্যাল সিস্টেমে পাওয়ার সাপ্লাই হয় দুটি ট্রান্সফর্মার থেকে। এর মধ্যে একটিতে সমস্যা হয়েছিল।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.