ভারতের মহারাষ্ট্রের ভান্ডারা জেলায় সমরাস্ত্র কারখানায় বিস্ফোরণে ৮ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ৭ জন। খবর এনডিটিভি।
শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে অস্ত্র কারখানাটির এলটিপি বিভাগে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
প্রতিবেদনে বলা হয়, ভয়াবহ এ বিস্ফোরণের আওয়াজ ৫ কিলোমিটার দূর থেকে শোনা গেছে। দূর থেকে ধারণ করা ভিডিওতে কারখানা থেকে ঘন ধোঁয়া উঠতে দেখা গেছে।
ভান্ডারার জেলা প্রশাসক সঞ্জয় কোলতে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিস্ফোরণে ছাদ ধসে পড়ায় ডজনের বেশি শ্রমিক ভেতরে আটকা পড়েছেন। প্রাথমিক অবস্থায় তাদের মধ্যে তিনজনকে জীবিত ও ১ জনকে মৃত উদ্ধার করা হয়েছে।
কারখানার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, কারখানাটির ধ্বংসাবশেষ উদ্ধারে খননযন্ত্র ব্যবহার করা হচ্ছে।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নাভিস জানান, নাগপুর থেকে উদ্ধারকারী দল সেখানে গেছে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.