সাপ্তাহিক দরপতনের শীর্ষে পাওয়ার গ্রিড

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১৯ জানুয়ারি-২৩ জানুয়ারি) লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দরপতনের শীর্ষে উঠে এসেছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি।
লিন্ডে বাংলাদেশ লিমিটেড।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।

সূত্র মতে, সপ্তাহজুড়ে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির দর কমেছে ২১ দশমিক ৪৬ শতাংশ। কোম্পানিটির শেয়ারের মূল্য কমেছে ৮ টাকা ৫০ পয়সা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেডের শেয়ারদর কমেছে ১৩ দশমিক ৮৩ শতাংশ। কোম্পানিটির শেয়ারের দাম কমেছে ২ টাকা ৬০ পয়সা।

আর তালিকায় তৃতীয় স্থানে থাকা রেনেইউক যজ্ঞেশ্বরের শেয়ারদর কমেছে ১১ দশমিক ৫৪ শতাংশ। কোম্পানিটির শেয়ারের দাম কমেছে ৮১ টাকা ৪০ পয়সা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ওইমেক্স ইলেকট্রোডের ১০ দশমিক ৪৯ শতাংশ, এশিয়াটিক ল্যাবরেটরিজের ৯ দশমিক ৫৫ শতাংশ, রিলাইন্স ওয়ান দ্য ফার্স্ট স্কিম অব রিলাইন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ডের ৯ দশমিক ৪৭ শতাংশ, মিরাকল ইন্ডাস্ট্রিজের ৯ দশমিক ৪২ শতাংশ, সি অ্যন্ড এ টেক্সটাইলের ৮ দশমিক ৭০ শতাংশ, প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্সের ৬ দশমিক ২৫ শতাংশ এবং ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৬ দশমিক ২২ শতাংশ শেয়ার দর কমেছে।

অর্থসূচক/ এএকে

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.