দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৩ জানুয়ারি) মোট ৩৯৮ টি কোম্পানির মধ্যে ১৫৬ টির দর কমেছে। এই দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ওইমেক্স ইলেকট্রোড লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার দিন শেষে ওইমেক্স ইলেকট্রোড লিমিটেডের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ২ টাকা ৮০ পয়সা বা ৯ দশমিক ৩০ শতাংশ। তাতে দর পতনের শীর্ষে জায়গা করে নিয়েছে কোম্পানিটি।
এদিকে দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ফোনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের শেয়ারদর আগের দিনের তুলনায় ২০ পয়সা বা ৫ দশমিক ৫৬ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৫ টাকা ৭০ পয়সা বা ৫ দশমিক ১৮ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে এডিএন টেলিকম লিমিটেড।
এদিন দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- ন্যাশনাল টেবলস লিমিটেড, রানার অটোমোবাইলস পিএলসি, ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ড, ইফাদ অটোস পিএলসি, জিএসপি ফাইন্যান্স কোম্পানি বাংলাদেশ লিমিটেড, ওয়াটা কেমিক্যালস লিমিটেড এবং সিভিও পেট্রোকেমিক্যালস রিফাইনারি পিএলসি।
অর্থসূচক/এএকে



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.