সিরাজগঞ্জে শীতার্তদের পাশে শাহ্জালাল ইসলামী ব্যাংক

বাংলাদেশের বিভিন্ন এলাকায় এখন বয়ে যাচ্ছে তীব্র শৈত্য প্রবাহ। শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি প্রতিবছর সেইসব দরিদ্র শীতার্তদের পাশে দাড়ানোর চেষ্টা করে। তারই ধারাবাহিকতায় শাহ্জালাল ইসলামী ব্যাংক সিরাজগঞ্জ শাখা সম্প্রতি ছাত্র ও এলাকার দরিদ্র জনগোষ্ঠীর মাঝে কম্বল বিতরণ করেছে। শহরের শহীদগঞ্জে হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে বিতরণ কার্যক্রমটি অনুষ্ঠিত হয়।

উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ চেম্বার এন্ড কমার্সের সাবেক সহসভাপতি মোঃ আনিসুর রাহমান, বিশেষ অতিথি হিসেবে সিরাজগঞ্জ সদর উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী হাজী আবু রায়হান, মোঃ আব্দুল বাছেত এবং মাদ্রাসার মুহতামিম মাওলানা মোহাম্মাদ মাসুদ, মাদ্রাসার সকল শিক্ষক ও এলাকার বিশিষ্ট ব্যক্তিরা। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহ্জালাল ইসলামী ব্যাংক সিরাজগঞ্জ শাখার ব্যবস্থাপক মোঃ জাহাঙ্গীর আলম।

প্রধান অতিথি মোঃ আনিসুর রাহমান বক্তব্যের শুরুতেই শাহ্জালাল ইসলামী ব্যাংকের এমন মহতী উদ্যোগকে অভিনন্দন জানান। তিনি বলেন শাহ্জালাল ইসলামী ব্যাংক দরিদ্র শীতার্তদের পাশে পূর্বেও ছিল ভবিষ্যতেও থাকবে। তিনি শাহ্জালাল ইসলামী ব্যাংকের উত্তোরত্তর সমৃদ্ধি কামনা করে বক্তব্য শেষ করেন।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.