জুডিসিয়াল সার্ভিস কমিশন থেকে ড. সীমা জামানের পদত্যাগ

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক ড. সীমা জামান।

পদত্যাগপত্র গ্রহণ করে তাকে কমিশনের সদস্য পদ থেকে রাষ্ট্রপতি অব্যাহতি দেওয়ার পর এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের সদস্য প্রফেসর ড. সীমা জামান রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে সইযুক্ত পত্রযোগে স্বীয় পদ ত্যাগ করেন। রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র ১২ জানুয়ারি তারিখ থেকে ভূতাপেক্ষভাবে গ্রহণ করে তাকে কমিশনের সদস্য পদ হতে অব্যাহতি দেন।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.