কলম্বিয়ায় ‘জরুরি অবস্থা’ ঘোষণা

মাদকপাচারের নানা রুটের দখল নিয়ে সংঘাতে কলম্বিয়ায় এ পর্যন্ত ১০০-র বেশি মানুষের মৃত্যু হয়েছে৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে ‘জরুরি অর্থনৈতিক অবস্থা’ জারি করা হয়েছে ৷

একদিকে বামঘেঁষা ইএলএন, অন্যদিকে এফএআরসি- এই দুই গ্যাংয়ের সংঘর্ষে মৃত্যুর মিছিল চলছে কলম্বিয়ায়৷

বার্তা সংস্থা রয়টার্স জানায়, বামপন্থি ন্যাশনাল লিবারেশন আর্মি (ইএলএন) ও রেভ্যুলিউশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়ার (এফএআরসি বা ফার্ক)-এর মধ্যে চলছে সংঘর্ষ৷ এ কারণে দেশটির উত্তর-পূর্বাঞ্চলে ‘জরুরি অর্থনৈতিক অবস্থা’ ঘোষণা করা হয়৷ সহিংসতায় শতাধিক মানুষের প্রাণহানি হয়েছে, ঘরছাড়া হয়েছেন প্রায় ২০ হাজার মানুষ৷

পরিস্থিতি নিয়ন্ত্রণে কলম্বিয়ার প্রেসিডেন্ট ইতিমধ্যে ‘স্টেট অব ইন্টার্নাল কমোশন’ এবং ‘স্টেট অব ইকোনমিক ইমার্জেন্সি’ ঘোষণা করেন৷ ‘স্টেট অব ইকোনমিক ইমার্জেন্সি’, অর্থাৎ ‘জরুরি অর্থনৈতিক অবস্থা’ ঘোষণার ফলে আগামী তিনমাস, সরকারের নির্বাহী বিভাগ সংসদের অনুমোদন ছাড়াই কিছু আইন পাস করতে পারবে৷ সূত্র: ডিডাব্লিউ, এপি, এএফপি, রয়টার্স

আপনার মতা

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.