ভ্যাট আদায় বাড়াতে জুয়েলারি প্রতিষ্ঠানে ‘ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস’ (ইএফডি) বসানোর উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
এজন্য এই খাতের মালিকদের সংগঠন বাংলাদেশ জুয়েলারি সমিতির (বাজুস) কাছে ঢাকাসহ ১৭টি জেলার জুয়েলারি দোকানের তালিকা চেয়েছে সংস্থাটি।
ভ্যাট আদায়ের এই যন্ত্র বসানোর প্রস্তাব এসেছিল বাজুসের তরফেই। তাদের প্রস্তাবের পরিপ্রেক্ষিতেই এমন উদ্যোগ নিল এনবিআর।
রোববার মূসক তথ্য প্রযুক্তি ও প্রকল্প পরিকল্পনার দ্বিতীয় সচিব শাহাদাত জামিলের সই করা এ সংক্রান্ত একটি চিঠি বাজুস সভাপতিকে পাঠানো হয়েছে।
চিঠিতে ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, সাভার, গাজীপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, শেরপুর, টাঙ্গাইল, জামালপুর, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙ্গামাটির জুয়েলারি প্রতিষ্ঠানের তালিকা চাওয়া হয়েছে।
চিঠিতে বলা হয়, ইএফডি বসানোর বিষয়ে গত ৭ জানুয়ারি বাজুসের সঙ্গে এনবিআরের একটি বৈঠক হয়। সেখানে বাজুস নেতারা জুয়েলারি খাতের নানা সমস্যা তুলে ধরেন। এর মধ্যে কিছু সমস্যা ছিল ভ্যাট, ব্যাগেজ রুল ও সোনা আমদানির বিষয়ে।
আলোচনায় বাজুসের তরফে বলা হয়, জুয়েলারি খাতে এখনও অনেক প্রতিষ্ঠান রয়েছে, যারা ভ্যাটের আওতায় আসেনি। এদের নিবন্ধন সম্পন্ন করে সব জুয়েলারি দোকানে ইএফডি স্থাপন করলে ভ্যাট আদায় বাড়বে বলে মত দেন বাজুস নেতারা।
আগামী বৃহস্পতিবার বিকালে অংশীজনদের নিয়ে একটি সচেতনতামূলক জুম সভা আহ্বান করা হয়েছে তুলে ধরে চিঠিতে বলা হয়, বেসরকারিভাবে ইএফডি বসানোর চুক্তি করা প্রতিষ্ঠান জেনেক্স ইনফোসিস যন্ত্রটি বসানোর জন্য মাঠপর্যায়ে যাবে।
বাজুসকে অনুরোধ করা হয়, পূর্ণাঙ্গ সম্ভব না হলেও আংশিক তালিকা যেন দেওয়া হয়।
অর্থসূচক/
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.