দীর্ঘ আলোচনার পর যুদ্ধবিরতি চুক্তিতে সম্মতি দিয়েছে হামাস-ইসরায়েল। গতকাল থেকে কার্যকর হওয়া এই চুক্তির অংশ হিসেবে ইতোমধ্যে মুক্তি পেয়েছেন তিন ইসরায়েলি বেসামরিক নারী। মুক্তির সময় তাদের প্রত্যেকের সঙ্গে হামাস একটি করে ‘উপহারের’ ব্যাগ দিয়েছে।
সোমবার (২০ জানুয়ারি) এই তথ্য জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম জেরুজালেম পোস্ট।
মুক্তি পাওয়া তিন নারীর নাম এমিলি ডামারি, রোমি গোনেন ও ডোরন স্টাইনব্রেগার। এমিলি ও রোমি একইসঙ্গে বন্দি ছিলেন।
ইসরায়েলি গণমাধ্যমের সংবাদ মতে, তিন জিম্মিই একটি করে ‘উপহারের ব্যাগ’ পেয়েছেন। মুক্তি দেওয়ার আগে হামাস একটি অনুষ্ঠানের মাধ্যমে জিম্মিদের হাতে উপহারের ব্যাগ তুলে দেয়।
ব্যাগে ছিল গাজা উপত্যকার একটি মানচিত্র, বন্দি থাকা অবস্থায় জিম্মির নিজের ছবি (হামাসের সদস্যদের তোলা) এবং একটি সনদ।
সনদে বড় করে ‘মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে’ লেখা ছিল। ওই সনদ হাতে নিয়ে জিম্মিরা হাসিমুখে ছবি তোলেন।
ভিডিওতে দেখা গেছে, রেড ক্রসের আন্তর্জাতিক কমিটির (আইসিআরসি) সদস্যরা এই সনদে সাক্ষর করছেন।
পরবর্তীতে যুদ্ধবিরতি চুক্তির শর্তের অংশ হিসেবে রেড ক্রসের হাতে জিম্মিদের তুলে দেওয়া হয়।
ইসরায়েলি গণমাধ্যমে এই উপহার বা স্মারক দেওয়ার বিষয়টিকে হামাসের ‘মনস্তাত্বিক যুদ্ধের’ অংশ হিসেবে বর্ণনা করা হয়েছে। বেশ কড়া ভাষায় এ বিষয়টির নিন্দা জানিয়েছে সংবাদমাধ্যমগুলো।
তাদের দাবি, হাসিমুখে সনদ হাতে ছবি তুললেও এতে রাজি ছিলেন না জিম্মিরা। হামাস তাদেরকে সনদ নেওয়ার অনুষ্ঠানে অংশ নিতে এবং ছবি তুলতে বাধ্য করেছে।
জেরুজালেম পোস্ট দাবি করেছে, বেঁচে ফিরে আসা জিম্মিরা এই ঘটনাকে একটি নেতিবাচক কৌশল হিসেবে বর্ণনা করেছেন।
উপহার দেওয়া ও ছবি তোলার ঘটনা নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে হামাসের সশস্ত্র অঙ্গসংগঠন এজেদ্দিন আল-কাসাম ব্রিগেড।
Hamas’ Al-Qassam Brigades have released a Propaganda Video filmed during today’s Hostage Exchange, showing Romi Gonen, Emily Damari, and Doron Steinbrecher each being presented a “Gift Bag” which included a Certificate and Pictures of their Captivity, a Map of the “Palestinian… pic.twitter.com/UW0rlJqOWH
— OSINTdefender (@sentdefender) January 19, 2025
The DRAMATIC moment the released hostages are with the Israel Defense Forces. 🇮🇱 pic.twitter.com/e5FcG31TSn
— Hananya Naftali (@HananyaNaftali) January 19, 2025



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.