ওয়ার্কশপ খাতে ভ্যাট প্রত্যাহার করলো এনবিআর

ওয়ার্কশপ খাতে ভ্যাট প্রত্যাহার করে আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ওয়ার্কশপের ভ্যাট আগের জায়গায়, অর্থাৎ ১০ শতাংশ করা হচ্ছে।

সোমবার (২০ জানুয়ারি) এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খানের সঙ্গে আলোচনা শেষে রাজস্ব বোর্ড এ ঘোষণা দেয়।

এনবিআর জানায়, গত ৯ জানুয়ারি অধ্যাদেশ জারি করে ওয়ার্কশপ খাতে ভ্যাট বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছিল। তবে সেটি আবারও আগের হারে ফিরিয়ে নেওয়া হচ্ছে। অর্থাৎ ওয়ার্কশপে ভ্যাট ১০ শতাংশই থাকছে।

এর আগে গত ১৬ জানুয়ারি হোটেল, রেস্তোরাঁ খাতে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার করেছিল এনবিআর।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.