৩ ইসরাইলি বন্দিকে মুক্তি দিল হামাস

গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির শর্ত অনুযায়ী, তিনজন ইসরাইলি বন্দিকে রেড ক্রসের কাছে হস্তান্তর করা হয়েছে।

রোববার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় হামাসের কর্মকর্তারা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন।

রয়টার্স জানিয়েছে, রেড ক্রস এখন রোমি গোনেন, এমিলি দামারি এবং ডোরন স্টেইনব্রেচার নামের ওই তিনি জিম্মিকে নেটজারিম করিডোর এলাকায় আইডিএফের (ইসরাইলি নিরাপত্তা বাহিনী) কাছে স্থানান্তরের প্রক্রিয়া শুরু করেছে।

টাইমস অফ ইসরাইল জানিয়েছে, আইডিএফ কর্মকর্তারাও এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে ইসরাইলি চ্যানেল ১২ তাদের এক প্রতিবেদনে জানায় যে, আইসিআরসি (ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রস) গাজা উপত্যকায় ইসরাইলি ৩ বন্দিকে গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে।

প্রতিবেদন অনুযায়ী, রেড ক্রস ওই তিন নারী বন্দিকে গাজার একটি বিশেষ সেনা ইউনিটে নিয়ে যায়। সেখান থেকে তাদের ইসরাইলের একটি সামরিক স্থাপনায় প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হবে। পরে তারা হাসপাতালে পৌঁছাবে, যেখানে তারা তাদের পরিবারের সঙ্গে দেখা করবেন।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.