ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এতে তিনজন নিহত এবং তিনজন আহত হয়েছে। নিহতদের মধ্যে ৪৫ এবং ২৫ বছর বয়সি দু’জন পুরুষ এবং ৪১ বছর বয়সি একজন নারী রয়েছেন। এ ছাড়া শনিবার ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ হামলায় আরও তিনজন নিহত হয়েছে।
কিয়েভ নগর কর্তৃপক্ষ থেকে এইসব তথ্য জানা গেছে।
রাশিয়ার এ ক্ষেপনাস্ত্র হামলাকে ইউক্রেন আমেরিকার ট্যাকটিক্যাল ক্ষেপনাস্ত্র সিস্টেম ব্যবহার করে প্রতিহত করেছে বলে উল্লেখ করেছে।
মস্কো দাবি করেছে, তাদের সেনারা এগিয়ে যাচ্ছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তারা রাজধানী কিয়েভে স্থাপিত সামরিক স্থাপনা লক্ষ্য করে দূরপাল্লার অস্ত্রের ব্যবহার করে এ হামলা চালিয়েছে।
রাশিয়া প্রায়ই ইউক্রেনের রাজধানী কিয়েভে বিমান হামলা চালাচ্ছে। কিন্তু এ ধরনের হামলা বিরল। রাজধানী কিয়েভের বিমান প্রতিরক্ষা সুরক্ষা ইউক্রেনের যেকোনো স্থানের তুলনায় বেশি।
এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন যে, তারা যেন ইউক্রেনের উপর রাশিয়ার হামলার অবসানে মস্কোর উপর চাপ প্রয়োগ করে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.