বেস্ট ইলেক্ট্রনিক্সের রোডম্যাপ সভা অনুষ্ঠিত

দেশের অন্যতম শীর্ষস্থানীয় মাল্টি-ব্র্যান্ড ইলেক্ট্রনিক্স রিটেইলার বেস্ট ইলেক্ট্রনিক্স লিমিটেড সম্প্রতি তাদের “রোডম্যাপ ২০২৫” শীর্ষক বাৎসরিক পরিকল্পনা সভা ঢাকার গ্রীণভিউ রিসোর্টে সফলভাবে সম্পন্ন করেছে।

এই সভায় উপস্থিত ছিলেন বেস্ট ইলেক্ট্রনিক্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ তাহমিদ জামান রাশিক, চেয়ারম্যান সৈয়দ আসাদুজ্জামান এবং পরিচালক সৈয়দ আশহাব জামান রাফিদসহ প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের শীর্ষ কর্মকর্তারা।

২০২৪ সালকে বেস্ট ইলেক্ট্রনিক্স একটি সম্ভাবনাময় “কামব্যাক ইয়ার” হিসেবে চিহ্নিত করেছে নতুন নেতৃত্ব ও পরিচালনার অধীনে প্রতিষ্ঠানটি নতুন শক্তি ও উদ্দীপনা নিয়ে যাত্রা শুরু করেছে। ২০২৫ সালে প্রতিষ্ঠানটি দুই গুণ ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য নির্ধারণ করেছে এবং তাদের পোর্টফোলিওতে আরও ৩টি নতুন বৈশ্বিক ব্র্যান্ড যুক্ত করার পরিকল্পনা করেছে।

বেস্ট ইলেক্ট্রনিক্স ২০১৪ সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে এবং অতি অল্প সময়ের মধ্যেই সারা দেশে ১০০টিরও বেশি নিজস্ব শোরুম নিয়ে দেশের শীর্ষস্থানীয় মাল্টি-ব্র্যান্ড ইলেক্ট্রনিক্স রিটেইলার হিসেবে প্রতিষ্ঠিত হয়। নতুন বছরে প্রতিষ্ঠানটি গ্রাহকদের সর্বোচ্চ সেবা প্রদান এবং বাংলাদেশের ইলেক্ট্রনিক্স বাজারে নতুন দিগন্ত উন্মোচনের জন্য প্রতিজ্ঞাবদ্ধ।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.