যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প আগামী ২০ জানুয়ারি শপথ নেবেন। সেই দিনটিকে সামনে রেখে আয়োজন করা হয়েছে তার অভিষেক অনুষ্ঠান। অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে বেশ কয়েকজন বিশ্বনেতাকে, যার মধ্যে আছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংও। কিন্তু জিনপিং নন, অনুষ্ঠানে যোগ দিতে ভাইস প্রেসিডেন্ট হান ঝেং কে অনুষ্ঠানে পাঠাচ্ছে চীন।
শনিবার (১৮ জানুয়ারি) লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এতথ্য জানিয়েছে।
এর মধ্য দিয়ে প্রথমবারের মতো চীনের কোনও ঊর্ধ্বতন নেতা সরাসরি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে শপথ নিতে দেখবেন। যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে বিদেশি নেতাদের আমন্ত্রণ জানানোর রেওয়াজ নেই। তবে ট্রাম্প সেই রেওয়াজ ভেঙেছেন।
চীন বলেছে, ‘নতুন এই যুগে দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতাপূর্ণ সম্পর্ক গড়ার সঠিক উপায় খুঁজে পেতে’ যুক্তরাষ্ট্রের নতুন সরকারের সঙ্গে কাজ করতে চায় তারা।
তবে চীন আরেকবার ট্রাম্পের প্রেসিডেন্সির মুখোমুখি হওয়ার প্রস্তুতি নিচ্ছে, যিনি ক্ষমতা নেওয়ার পরই চীনা পণ্য আমদানির ওপর নতুন শুল্ক আরোপ করবেন বলে ধারণা করা হচ্ছে।
ট্রাম্প তার নতুন প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে যাকে মনোনীত করেছেন, সেই মার্কো রুবিও চীনকে ‘যুক্তরাষ্ট্রের এ পর্যন্ত সবচেয়ে অগ্রগামী’ প্রতিপক্ষ বলে উল্লেখ করেছেন।
বিবিসি জানায়, চীনের প্রেসিডেন্ট হিসেবে শি কখনও বিদেশে কোনও নেতার শপথ অনুষ্ঠান বা রাজ্যাভিষেকে যোগ দেননি; বরং তার পক্ষ থেকে একজন প্রতিনিধি পাঠিয়েছেন। ২০১৭ ও ২০২১ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সেদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত।
অন্যান্য দেশে এ ধরনের অনুষ্ঠানে চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং-কে পাঠিয়ে আসছে চীন। ২০২৩ সালের অক্টোবরে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ান্তোর শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হান। তার পূর্বসূরি ওয়াং কিশান ২০২২ সালে ফিলিপিন্সের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র এবং ২০২৩ সালে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভার শপথ অনুষ্ঠানে গিয়েছিলেন।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.