নবম ও দশম শ্রেণির পাঠ্যপুস্তকে ‘আদিবাসী’ শব্দ সংবলিত গ্রাফিতি বাতিলের প্রতিবাদে ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের কর্মসূচিতে হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও বিচারের চেয়ে সাধারণ ছাত্র-জনতার বিক্ষোভ মিছিলে লাঠিচার্জ করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে সাধারণ ছাত্র-জনতা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাওয়ার সময় শিক্ষাভবনের সামনে তাদের বাধা দেয় পুলিশ। এই সময় দুপক্ষের মধ্যে ধাক্কাধাক্কি হয়। পরে পুলিশ লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
এর আগে রাজু ভাষ্কর্যের সামনে ব্রিফিং করে সচিবালয় ঘেরাওয়ের কথা জানায় বিক্ষোভকারীরা। এ সময় গতকালের হামলার ঘটনায় যারা জড়িত তাদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়। পরে প্রায় দেড়শ জন মিছিল নিয়ে সচিবালয়ে যাওয়ার পথে শিক্ষাভবনের সামনে পুলিশ ব্যারিকেড দিয়ে রাখে। ব্যারিকেড ভেঙে এগিয়ে যেতে চাইলে পুলিশ একসময় জলকামান ব্যবহার করে এবং টিয়ারশেল ব্যবহার করে এবং লাঠিপেটা করে। এ সময় বিক্ষোভকারীদের ধাওয়া দিলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.