এপ্রিল থেকে মাদাগাস্কারে এমিরেটসের অতিরিক্ত ফ্লাইট

গত বছর সেপ্টেম্বরে এমিরেটস চারটি সাপ্তাহিক ফ্লাইট নিয়ে দ্বীপরাষ্ট্র মাদাগাস্কারে তাদের কার্যক্রম শুরু করে। ক্রমবর্ধমান যাত্রী চাহিদা মেটাতে আগামী ২ এপ্রিল থেকে মাদাগাস্কারে ৬টি সাপ্তাহিক ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে এয়ারলাইনটি। সোমবার ব্যতীত সপ্তাহের প্রতিদিন একটি করে লিংকড ফ্লাইট ভায়া মালে, মাদাগাস্কারের রাজধানী এন্টান্যানারিভোতে পরিচালিত হবে।

বুধবার (১৫ জানুয়ারি) মাদাগাস্কারের পরিবহণ মন্ত্রনালয়, পর্যটন মন্ত্রনালয় এবং এমিরেটসের একটি যৌথ সংবাদ সম্মেলনে অতিরিক্ত ফ্লাইট পরিচালনার ঘোষণা প্রদান করা হয়।

মাদাগাস্কারের পর্যটন ও হস্তশিল্প বিষয়ক মন্ত্রী ভিভিয়ান দেওয়া’র মতে অতিরিক্ত ফ্লাইটগুলো দেশের পর্যটন খাতে নতুন প্রান সঞ্চার করবে। দেশটি আগামী ২০২৮ সাল নাগাদ দশ লক্ষ পর্যটক আকর্ষণের লক্ষ্যমাত্রা নির্ধারন করেছে।

মাদাগাস্কার বিশ্বব্যাপী একটি অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত। এখানকার জীববৈচিত্র্য বিশেষভাবে উল্লেখযোগ্য। দেশটিতে তিনটি ইউনেস্কো বিশ্ব হেরিটেজ সাইটের অবস্থান।

মাদাগাস্কারের পর্যটনের উন্নয়নে এমিরেটস সহযোগিতা প্রদান করে আসছে। এয়ারলাইনটির বৈশ্বিক নেটওয়ার্কে ট্যুর অপারেটরদের মাঝে মাদাগাস্কারকে একটি অন্যতম অবকাশকেন্দ্র হিসেবে তুলে ধরা হচ্ছে। এরই অংশ হিসেবে সম্প্রতি মূল ফীডার মার্কেটগুলোর ৩২ শীর্ষস্থানীয় ট্রাভেল এজেন্সীর জন্য এমিরেটস মাদাগাস্কারে একটি ফ্যাম ট্রিপের আয়োজন করে।

মাদাগাস্কারে ফ্লাইট পরিচালনায় এমিরেটস সুপরিসর বোয়িং ৭৭৭ উড়োজাহাজ ব্যবহার করছে। প্রতিটি ফ্লাইটে ২০টন কার্গো পরিবহণের মাধ্যমে দেশটির আমদানি- রপ্তানি বানিজ্যেও সহায়ক ভূমিকা পালন করছে এয়ারলাইনটি।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.