ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, দেশটি যুদ্ধকে ভয় পায় না তবে তিনি আশা করছেন, নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংঘর্ষের পরিবর্তে শান্তির পথ বেছে নেবেন। আমি আশা করছি ট্রাম্প রক্তপাত বা যুদ্ধের পরিবর্তে পশ্চিম এশিয়া অঞ্চলসহ গোটা বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করার লক্ষ্যে কাজ করবেন।
মার্কিন নিউজ চ্যানেল এনবিসিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি একথা বলেন।
২০১৭ সালের শুরু থেকে প্রথমবার চার বছর মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব পালনের সময় ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে পাশ্চাত্যের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নেন এবং তেহরানের ওপর প্রকাশ্যে ঘোষণা দিয়ে ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগ করেন। বিগত চার বছরে কয়েক দফা আলোচনা হলেও পরবর্তী প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাষ্ট্রকে ওই সমঝোতায় ফিরিয়ে আনতে ব্যর্থ হন।
সাম্প্রতিক প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারাভিযানের সময় ট্রাম্প এ হুমকি দেন যে, ইসরাইল ইরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালাতে পারে।
এ সম্পর্কে পেজেশকিয়ান তার সাক্ষাৎকারে বলেন, আমরা যেকোনো পদক্ষেপের শক্তিশালী জবাব দেব। আমরা যুদ্ধকে ভয় পাই না, তবে যুদ্ধ চাইও না। পারমাণবিক অস্ত্র তৈরি করার কোনো পরিকল্পনা তার দেশের নেই।
ট্রাম্প প্রশাসনের সঙ্গে ইরান নতুন করে সংলাপে বসবে কিনা- এনবিসি সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, সংলাপ মূলত প্রধান উদ্দেশ্য নয়; প্রধান উদ্দেশ্য হচ্ছে, কে কতটুকু প্রতিশ্রুতি দেয় এবং সে প্রতিশ্রুতিতে কে কতটুকু অটল থাকে। মার্কিন যুক্তরাষ্ট্র ২০১৫ সালে নিজের দেয়া প্রতিশ্রুতি থেকে সরে না গেলে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে চলমান অচলাবস্থা থাকত না বলে তিনি মন্তব্য করেন। পার্সটুডে
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.