রংপুরে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি পিএলসির (নেসকো) মতবিনিময় সভার প্রেজেন্টেশনে মুজিববর্ষের লোগো থাকায় তিন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) নেসকোর উপ-মহাব্যবস্থাপক মো. রহমত উল্লাহ-আল-ফারুক অফিস আদেশ জারি করে ওই তিন কর্মকর্তাকে বদল করেন।
তিন কর্মকর্তারা মধ্যে স্মার্ট প্রিপেমেন্ট মিটার স্থাপন প্রকল্পের পরিচালক মো. মাহবুবুল আলম চৌধুরীকে নির্বাহী প্রকৌশলীর (ইঞ্জিনিয়ারিং) দপ্তরে বদলি করা হয়েছে। এছাড়া একই প্রকল্পের ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী সাইয়্যিদুল মুরসালীনকে নওগাঁয় ও উপবিভাগীয় প্রকৌশলী মো. ইয়াকুব আলিকে ঈশ্বরদীতে বদলি করা হয়।
এর আগে সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে ‘সরকারি অর্থায়নে রাজশাহী ও রংপুর বিভাগে নেসকোর আওতাধীন এলাকায় প্রি-পেমেন্ট মিটার স্থাপন’ শীর্ষক প্রকল্পের আওতায় প্রি-পেমেন্ট মিটার স্থাপন বিষয়ে মতবিনিময় সভা হয়। এতে প্রিপেইড মিটার স্থাপন নিয়ে আন্দোলনকারী সংগঠনের নেতারা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও স্থানীয় নাগরিক সমাজের প্রতিনিধিদের ডাকা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল।
সভার শুরুতে প্রিপেইড মিটারের সুযোগ-সুবিধা বোঝাতে প্রজেক্টরের মাধ্যমে প্রেজেন্টেশন উপস্থাপন করেন রাজশাহী ও রংপুর বিভাগে নেসকোর আওতাধীন এলাকায় স্মার্ট প্রিপেমেন্ট মিটার স্থাপন প্রকল্প বিভাগ-১ এর ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী সাইয়্যিদুল মুরসালীন।
এসময় স্ক্রিনে ভেসে ওঠা একটি স্লাইডে মুজিববর্ষের লোগো দেখা গেলে সভায় অংশগ্রহণকারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও অন্যরা প্রতিবাদ করেন। একপর্যায়ে হট্টগোল শুরু হলে সভা স্থগিত করেন জেলা প্রশাসক।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.