পদত্যাগ করেছেন টিউলিপ

ব্যাপক আলোচনা-সমালোচনার মুখে অবশেষে করেছেন যুক্তরাজ্যের সিটি মিনিস্টার পদ থেকে পদত্যাগ করেছেন ক্ষমতাসীন লেবার পার্টির এমপি ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক।

আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) তিনি প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের কাছে পদত্যাগপত্র জমা দেন। এদিনই তা অনুমোদন করেন স্টারমার।

খবর রয়টার্স, দ্যা ইনডিপেনপেন্ট ও স্কাই নিউজের।

টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতিবিষয়ক মিনিস্টার (ইকোনমিক সেক্রেটারি) ছিলেন। দেশটির আর্থিক খাতে দুর্নীতি বন্ধের দায়িত্ব ছিল তাঁর কাঁধে। সেই তিনি দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ মাথায় নিয়ে পদত্যাগ করতে বাধ্য হলেন।

গণঅভ্যুত্থানের মুখে গত বছরের আগস্ট মাসে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামীলীগ সরকারের পতনর ঘটে। এরপর থেকে শেখ হাসিনার পরিবারের সদস্যসহ আওয়ামীলীগের নেতাকর্মীদের বড় বড় দুর্নীতির তথ্য প্রকাশ পেতে থাকে; যার মধ্যে বড় বড় অবকাঠামো প্রকল্প অনুমোদনে ঘুষ নেওয়ার মতো অভিযোগও আছে। কয়েকটি অভিযোগে টিউলিপ সিদ্দিকের নামও জড়িয়ে যায়।

অভিযোগ উঠেছে, টিউলিপ ও শেখ পরিবারের কয়েকজন সদস্য রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজের বিনিময়ে রাশিয়ান কোম্পানি থেকে প্রায় ৪০০ কোটি মার্কিন ডলার ঘুষ নিয়েছেন।

অন্যদিকে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে তিনি একজন ব্যবসায়ীর কাছ থেকে একটি বাড়ি উপহার নিলেও সেটির কোনো ঘোষণা দেননি তিনি।

যুক্তরাজ্যের একাধিক সংবাদপত্র টিউলিপের দুর্নীতি নিয়ে নানা অনুসন্ধানী রিপোর্ট প্রকাশ করেছে। এরপর থেকেই দেশটির ভেতর তার পদত্যাগের জোরালো দাবি উঠতে থাকে। দেশটির প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টির প্রধান কেমি ব্যাডেনোচ টিউলিপ সিদ্দিককে বরখাস্ত করতে প্রধানমন্ত্রী স্টারমারের প্রতি আহ্বান জানান।

 

 

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.