লস অ্যাঞ্জেলেসে দাবানলে নিহত বেড়ে ১১

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলের ঘটনায় অন্তত ১১ জন নিহত হয়েছেন৷ গত সপ্তাহে শুরু হওয়া দাবানল লস অ্যাঞ্জেলেসের বেশ কিছু অংশে ছড়িয়ে পড়েছিল৷ দমকল বাহিনীর বিরামহীন চেষ্টায় কোনো কোনো জায়গায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে বলে জানা গেছে৷

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, লস অ্যাঞ্জেলেসের বেশ কয়েকটি জায়গায় ছড়িয়ে পড়া আগুনে প্রায় দশ হাজার ভবন ধ্বংস হয়েছে৷ এক লাখের বেশি বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে৷ আগুনের সম্ভাব্য কারণগুলো খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতির পর সরকারের প্রস্তুতি নিয়ে প্রশ্ন উঠেছে৷ জানা গেছে, পানি স্বল্পতার কারণে কাজ চালিয়ে যেতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীদের৷

লস অ্যাঞ্জেলেসের অগ্নিনিরাপত্তা বিভাগের প্রধান ক্রিস্টিন ক্রোলি জানান, প্রয়োজনীয় সরঞ্জামাদির অভাবে ভুগছে তার শহর৷ গত তিন বছর ধরে আমার কাছে বিষয়টি পরিষ্কার যে অগ্নিনিরাপত্তা দপ্তরের সহযোগিতা প্রয়োজন৷ যেই অবস্থায় আছি, আমরা সেই অবস্থায় থাকতে পারি না৷ এ সময় তিনি অগ্নিনিরাপত্তা দপ্তরে আরো কর্মীর প্রয়োজনীয়তার কথা উল্রেখ করেন৷

নিউইয়র্কের পল স্মিথ কলেজের দুর্যোগ ব্যবস্থাপানা বিভাগের সহকারী অধ্যাপক ক্রিস শ্যেখ বার্তা সংস্থা এএফপিকে জানান, সমস্যার একটি দিক হলো, শহরের অগ্নিনির্বাপক কাঠামো ব্যাপক মাত্রায় ছড়িয়ে পড়া আগুন ঠেকাতে যথেষ্ট নয়৷

ভয়াবহ এই দাবানলের সূত্রপাত কীভাবে হয়েছে সে বিষয়েও কোনো তথ্য পাওয়া যায়নি৷ লস অ্যাঞ্জেলেসের পানি ও জ্বালানি বিভাগের প্রধানকে লেখা এক চিঠিতে ক্যালিফোর্নিয়া রাজ্যের মেয়র গেভিন নিউসোম বলেন, ‘এটি কীভাবে হলো এর উত্তর আমাদের দরকার৷’

পানি ও পানির চাপে ঘাটতির বিষয়টিকে মারাত্মক সমস্যাজনক উল্লেখ করে তিনি এ বিষয়ে একটি স্বাধীন প্রতিবেদন তৈরির আহ্বান জানান৷ সূত্র: ডিডাব্লিউ, এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.