চট্টগ্রামের রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকায় (সিইপিজেড) অবস্থিত দুটি পোশাক কারখানার শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। শনিবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে সংঘর্ষের সূত্রপাত হয়, যা চলে প্রায় দুপুর ১২টা পর্যন্ত।
সংঘর্ষের পর কারখানা দুটি আগামী মঙ্গলবার পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে বলে জানা গেছে।
জানা গেছে, জেএমএস পোশাক কারখানার শ্রমিকেরা বিভিন্ন দাবিতে গত বুধবার বিক্ষোভ করেছেন। তাঁরা ইপিজেড এলাকার একটি ফটক আটকে দেন। জেএমএস কারখানার পাশে মেরিমকো লিমিটেড নামের আরেকটি কারখানা রয়েছে। ফটক বন্ধ করে দেওয়ার পর গত বুধবার মেরিমকোর শ্রমিকদের সঙ্গে জেএমএসের শ্রমিকদের কথা-কাটাকাটি হয়। এর সূত্র ধরে আজ সকাল সাড়ে ১০টার দিকে দুই কারখানার শ্রমিকদের মধ্যে সংঘর্ষ বাঁধে।
পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। এতে অন্তত ১০ জন আহত হন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। আর আহত ব্যক্তিদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। বেলা একটায় এ প্রতিবেদন লেখার সময় কারখানা দুটির সামনে শ্রমিকেরা জড়ো হয়ে ছিলেন। কারখানার ফটক বন্ধ করে রাখা হয়েছে। সংঘর্ষের ঘটনায় কারখানা দুটির শ্রমিকেরা একে অন্যের ওপর দোষ চাপিয়েছেন।
এদিকে আহত ব্যক্তিদের বিষয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এক কর্মকর্তা জানান, সিইপিজেড থেকে আহত অবস্থায় ১০ জনকে আনা হয়েছে। তবে কারও অবস্থা গুরুতর নয়।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.