লেবাননের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সেনাপ্রধান জোসেফ আউন। বৃহস্পতিবার পার্লামেন্টে ভোটাভুটিতে তিনি প্রেসিডেন্ট হন। ২০২২ সালের অক্টোবর থেকে রাষ্ট্রের সর্বোচ্চ পদটি খালি ছিল। এর মধ্য দিয়ে এই অচলাবস্থার অবসান হলো।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) কাতার ভিত্তিক সংবাদ সংস্থা আল জাজিরা এক প্রতিবেদনে এতথ্য জানিয়েছে।
প্রেসিডেন্ট হতে পার্লামেন্টে ভোটাভুটিতে সাধারণ সংখ্যাগরিষ্ঠতা তথা ৬৫ ভোটের দরকার ছিল জোসেফের। তিনি প্রয়োজনীয় সংখ্যক ভোট পেলে পার্লামেন্ট সদস্যদের উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়।
গতকাল বুধবার নতুন প্রেসিডেন্ট নির্বাচনে ১২৮ আসনের পার্লামেন্টে ভোটাভুটি হয়। তবে প্রথম দফার ভোটে প্রয়োজনীয় এক-তৃতীয়াংশ ভোট পেতে ব্যর্থ হন জোসেফ।
প্রথম দফা ভোটে ৭১ জন পার্লামেন্ট সদস্যের সমর্থন পান জোসেফ; কিন্তু প্রয়োজনীয় ৮৬ ভোটের চেয়ে ১৫ ভোট কম পান তিনি। এরপর দ্বিতীয় দফায় গড়ায় ভোট।
ভূমধ্যসাগর উপকূলীয় দেশটিতে প্রেসিডেন্ট মিশেল আউনের মেয়াদ ২০২২ সালের অক্টোবর শেষ হয়। এরপর থেকে দেশটির প্রেসিডেন্ট পদ শূন্য ছিল।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.