রাজধানীর শাহবাগ মোড়ে সড়ক অবরোধ করেছেন সাবেক বিডিআর সদস্য এবং নিহত পরিবারের স্বজনেরা। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকতে দেখা গেছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরের দিকে শাহবাগ থানার সামনে পুলিশের ব্যারিকেড ভেঙে তারা শাহবাগ মোড়ে অবস্থান নেন। এর আগে সকাল থেকে তারা বিভিন্ন দাবিতে শহিদ মিনারে অবস্থান করে বিক্ষোভ করেন।
তাদের দাবির মধ্যে রয়েছে, পিলখানা হত্যাকাণ্ডের জেলবন্দিদের মুক্তি, মিথ্যা মামলা বাতিল, চাকরিচ্যুতদের চাকুরিতে পুনঃবহাল করতে হবে। বিগত সরকারের “নীল নকশা”য় পরিকল্পিতভাবে বিডিআর সদস্যদের ফাঁসানো হয়েছে।
একইসঙ্গে তারা পিলখানা হত্যা মামলায় পুনঃতদন্তের দাবি জানিয়েছেন। এছাড়াও ক্ষতিপূরণ দাবি এবং ২৫ ফেব্রুয়ারি সেনা হত্যা দিবস হিসেবে পালনের দাবিও জানান তারা।
এ সময় বক্তাদের বলতে শোনা যায় যে, যতক্ষণ ইনসাফ প্রতিষ্ঠিত না হয়, ততক্ষণ তারা লড়াই চালিয়ে যাবেন।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.