সাতটি নির্ভরযোগ্য শেয়ারের তালিকায় বিএটি বাংলাদেশ, ব্র্যাক ব্যাংক ও জিপি: এসএসএল

নথিপত্র ও সম্ভাব্য গতিধারার দিক থেকে সাতটি বড় কোম্পানির শেয়ার সবচেয়ে নির্ভরযোগ্য শেয়ার হিসেবে নির্বাচিত হয়েছে। দেশের অন্যতম শীর্ষ ব্রোকারেজ ফার্ম শান্তা সিকিউরিটিজ লিমিটেড (এসএসএল) এই তালিকা তৈরি করেছে।

কৌশলগতভাবে নির্বাচিত এই সাতটি শেয়ার হল ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি) বাংলাদেশ, ব্র্যাক ব্যাংক, গ্রামীণফোন, ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস, আইটি কনসালট্যান্টস, ম্যারিকো এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস।

তাদের মধ্যে, ব্যাট বাংলাদেশের মূল্য আয় অনুপাত (পিই রেশিও) ১১ দশমিক ০২ শতাংশ, যেখানে স্থানীয় মার্কেটে এই গড় ১৭ দশমিক ৭ শতাংশ। একটি কোম্পানির শেয়ার মূল্যকে তার শেয়ার প্রতি আয় দ্বারা ভাগ করে পিই রেশিও গণনা করা হয়।

গ্রামীণফোনের শেয়ার বর্তমানে ৩২৩ টাকায় লেনদেন হচ্ছে। শান্তা সিকিউরিটিজ এই শেয়ারের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ৩৮০ টাকা। ব্রোকারেজ ফার্মটি আশা করছে, বিনিয়োগকারীরা গ্রামীণফোনের শেয়ার থেকে ১৭ দশমিক ৬ শতাংশ রিটার্ন অর্জন করবে।

এসএসএল সম্প্রতি তাদের প্রকাশিত ‘বাংলাদেশ ফাইন্ডস ইটস লাউটহাউস এমিড রিফর্ম হোপস: ২০২৫- এ ইয়ার অব স্ট্রাকচারাল রিফর্মস অ্যান্ড কনসোলিডেশন’ শীর্ষক প্রতিবেদনে নির্ভরযোগ্য এই শেয়ায়ারের তালিকা তুলে ধরেছে। প্রতিবেদনে এসএসএল বলছে, চ্যালেঞ্জিং সময়ে বিকাশের সম্ভাবনা, ভোক্তাদের চাহিদা এবং স্থিতিস্থাপকতা বিবেচনা করে সেরা শেয়ারগুলো বাছাই করা হয়েছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.