এনসিসি ব্যাংকের ইজিএম অনুষ্ঠিত

ন্যাশনাল ক্রেডিট এন্ড কমার্স ব্যাংক পিএলসির ১১তম বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) ডিজিটাল প্ল্যাটফর্মে সভাটি অনুষ্ঠিত হয়।

কোম্পানিটি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ন্যাশনাল ক্রেডিট এন্ড কমার্স ব্যাংক পিএলসির ১১তম বিশেষ সাধারণ সভা (ইজিএম) ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। সভায় ব্যাংকের অধ্যাদেশ আইনের ৯১, ৯৪(১) এবং ৯৪(২) নং আর্টিকেলের সংশোধনী প্রস্তাব অনুমোদিত হয়।

ব্যাংকের চেয়ারম্যান মোঃ নূরুন নেওয়াজ সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় ভাইস-চেয়ারম্যান এ.এস.এম মাঈনউদ্দীন মোনেম, পরিচালক ও প্রাক্তন- ভাইস চেয়ারম্যান সোহেলা হোসেন, পরিচালক সৈয়দ আসিফ নিজাম উদ্দীন, প্রাক্তন ভাইস- চেয়ারম্যান ও নির্বাহী কমিটির চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার, পরিচালক মোহাম্মদ সাজ্জাদ উন নেওয়াজ এবং স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান মীর সাজেদ উল বাসার এফসিএ ভার্চুয়ালি সংযুক্ত হন।

এসময়, ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানী সচিব মোঃ মনিরুল আলম ছাড়াও ব্যাংকের শেয়ারহোল্ডারগণ অনলাইনে যোগ দেন এবং ভোটাধিকার প্রয়োগ করেন।

নূরুন নেওয়াজ সেলিম বলেন, বাংলাদেশ ব্যাংকের পরামর্শের উপর ভিত্তি করে ১১তম বিশেষ সাধারণ সভায় যেসব সংশোধনী গুলো শেয়ারহোল্ডার কর্তৃক গৃহীত হয়েছে তা ব্যাংকের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ এবং এর মাধ্যমে এনসিসি ব্যাংক এর পরিচালনা এবং নিয়ন্ত্রণকারী সংস্থার নির্দেশনা পালন আরো সহজতর হবে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.