এক্সিম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে যোগদান করেছেন শাহ্জালাল ইসলামী ব্যাংকের সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম আখতার হোসেন।
মঙ্গলবার (৭ জানুয়ারি) এক্সিম ব্যাংক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
এম আখতার হোসেন ১৯৮৮ সালে অগ্রণী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে তার ব্যাংকিং জীবন শুরু করেন। পরবর্তীতে ২০০২ সালে মার্কেন্টাইল ব্যাংকে অ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট পদে এবং ২০০৫ সালে ভাইস প্রেসিডেন্ট হিসেবে শাহ্জালাল ইসলামী ব্যাংকে যোগদান করেন।
দীর্ঘ ৩৬ বছরের অধিক ব্যাংকিং অভিজ্ঞতাসমৃদ্ধ এম আখতার হোসেন অগ্রণী ব্যাংক ও শাহজালাল ইসলামী ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখায় ব্যবস্থাপক এবং প্রধান ঝুঁকি নিয়ন্ত্রণ কর্মকর্তাসহ প্রধান কার্যালয়ের জেনারেল ব্যাংকিং, ইনভেস্টমেন্ট, ফরেন এক্সচেঞ্জ ও ফরেন ট্রেড, ট্রেজারি, করেসপনডেন্ট ব্যাংকিং, মার্কেটিং, ফিন্যান্সিয়াল ক্রাইম কমপ্লায়েন্স, অফশোর ব্যাংকিং, ফরেন রেমিটেন্সসহ বিভিন্ন বিভাগের দায়িত্ব পালন করেন।
এম আখতার হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এ ছাড়া তিনি ব্যাংক অব ইংল্যান্ডের মর্যাদাপূর্ণ বৃত্তির আওতায় ইংল্যান্ডের হাল ইউনিভার্সিটি থেকে এমবিএ সম্পন্ন করেন। তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পেশাগত প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, সুইজারল্যান্ড, চীন ও সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.