কোনো পরিস্থিতিতেই সিরিয়ার বিভিক্ত মেনে নেব না: এরদোয়ানের হুঁশিয়ারি

সিরিয়াকে বিভক্ত করার কোনো চেষ্টা করা হলে তা রুখতে দেশটিতে হস্তক্ষেপের হুঁশিয়ারি উচ্চারণ করে তুর্কি প্রেসিডেন্ট রেচেপ তাইয়িপ এরদোয়ান বলেছেন, আমরা কোনো পরিস্থিতিতেই সিরিয়ার বিভিক্ত মেনে নেব না এবং আমরা যদি সেরকম কিছুর সামান্যতম ঝুঁকিও দেখি, তাহলে প্রয়োজনীয় পদক্ষেপ নেব৷ আর এরকম পদক্ষেপ নেয়ার ‘সব উপায়ই’ তার দেশের রয়েছে বলেও জানিয়েছেন তিনি৷

তুর্কি মন্ত্রিপরিষদের এক বৈঠক শেষে এরদোয়ান এ কথা বলেন। তুরস্কের প্রেসিডেন্টের সর্বশেষ এই হুঁশিয়ারি কুর্দিপ্রধান সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এবং তথাকথিত ‘ইসলামিক স্টেটের’ বিরুদ্ধে বাহিনীটির লড়াইয়ে সমর্থন দেয়া মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশে বলে মনে করা হচ্ছে৷

তুর্কি প্রেসিডেন্ট বলেন, তুরস্কে কিছু খাতে লোভী আচরণের কারণে দ্রব্যমূল্য বাড়ছে৷ সুবিধাবাদীদের আচরণকে দ্রব্যমূল্যের অভাবনীয় বৃদ্ধির মূল কারণ৷ নতুন বছরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নজরদারি বাড়াবে তার সরকার৷ পাশাপাশি যেসব ব্যবসায় এভাবে দ্রব্যমূল্য বাড়ানো হচ্ছে সেগুলো বর্জনেরও আহ্বান জানিয়েছেন তিনি৷ সূত্র: ডিডাব্লিউ, রয়টার্স, এএফপি

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.