রাশিয়া দাবি করেছে যে তাদের সেনারা পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের সম্মুখসারিরি কুরাখোভ শহর দখল করেছে। তবে ইউক্রেন শহরটি হাতছাড়া হওয়ার বিষয়টি স্বীকার করেনি। শহরটি পোকরোভস্ক থেকে ৩৫ কিলোমিটার (২১ মাইল) দক্ষিণে অবস্থিত।
মঙ্গলবার (৭ জানুয়ারি) লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে এতথ্য জানিয়েছে।
গত রোববার ইউক্রেন পাল্টা হামলা চালানোর পর থেকে রাশিয়ার কুরস্ক অঞ্চলেও ভয়াবহ যুদ্ধ চলছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া ও সংবাদ সংস্থা রয়টার্সের একটি ছবিতে এক সেনাকে কুরাখোভ শহরে রাশিয়ার পতাকা ধরে থাকতে দেখা যায়।
ইউক্রেনের সেনাবাহিনীর খোর্তিতসিয়া গ্রুপের মুখপাত্র ভিক্তর ত্রিহুবোভ রয়টার্সকে বলেন, সোমবার সকাল পর্যন্ত ইউক্রেনীয় সেনারা কুরাখোভ শহরে রাশিয়ার সেনাদের সঙ্গে লড়াই করছিল।
কুরাখোভ শহরটি পোকরোভস্কের সঙ্গে এমন কয়েকটি সড়কের মাধ্যমে সংযুক্ত, যেসব সড়ক সম্মুখসারি বরাবর সৈন্যবাহিনী ও অন্যান্য সামগ্রী পরিবহনের জন্য ব্যবহৃত হয়।
বিশ্লেষক রোমান পোহোরিলি বলেছেন, কুরাখোভ দখলের ফলে এখন রুশ সেনারা পোকরোভস্ককে নতুন দিক থেকে আক্রমণ করতে উত্তর দিকে যেতে পারবে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার এও দাবি করেছে যে তাদের সেনারা পোকরোভস্ক থেকে প্রায় আট কিলোমিটার দক্ষিণে অবস্থিত ইউক্রেনের দাচেনস্ক গ্রামটিও দখল করেছে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.