ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ৫ যাত্রী নিহত

ফরিদপুরের গেরদায় ঢাকাগামী ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের পাঁচ যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে সদর উপজেলার গেরদা ইউনিয়নের কাচপুরা রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। হতাহতদের মধ্যে তিন নারী ও দুজন পুরুষ বলে জানা গেলেও তাদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি।

স্থানীয়দের বরাতে জেলা পুলিশ সুপার (এসপি) আব্দুল জলিল জানান, রাজশাহী থেকে ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনটি দুপুরে ওই এলাকা অতিক্রম করার সময় একটি হায়েস মাইক্রোবাস রেললাইনে ওঠে পড়ে। এ সময় মধুমতি এক্সপ্রেসের সঙ্গে মাইক্রোবাসটির সংঘর্ষ হয়। ট্রেনটির ধাক্কায় মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে বেশ কিছুদূর দিয়ে রেললাইনের পাশের পুকুরে পড়ে যায়। এ সময় মাইক্রোবাসটির সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হয়। আহতদের হাসপাতালে পাঠানোর পর আরও দুজন মারা যান।

এলাকাবাসী জানায়, মধুমতী এক্সপ্রেস ট্রেনটি খুলনা থেকে ফরিদপুর হয়ে ঢাকা যাচ্ছিল। অন্যদিকে ওই মাইক্রোবাসটি গেরদা থেকে মুন্সিবাজারের দিক আসছিল।

ফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. নজরুল ইসলাম তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ডমাস্টার আতিয়ার রহমান বলেন, হাসপাতালে দুজনকে মৃত অবস্থায় আনা হয়েছিল। বাকিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে মাইক্রোবাসের চালকও রয়েছেন।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.