রাজধানীর পুরানা পল্টনের চার তলা ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে, আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এ তথ্য নিশ্চিত করে ফায়ার সার্ভিসের মিডিয়া উইংয়ের তালহা বিন জসিম বলেন, আজ ৯টা ১৭ মিনিটে পুরানা পল্টনের চারতলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগে। সেখান একটি ল চেম্বার আছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট কাজ শুরু করে। পরে আরও তিনটি ইউনিট যোগ দেয়। সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.