পল্টনে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর পুরানা পল্টনের চার তলা ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে, আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এ তথ্য নিশ্চিত করে ফায়ার সার্ভিসের মিডিয়া উইংয়ের তালহা বিন জসিম বলেন, আজ ৯টা ১৭ মিনিটে পুরানা পল্টনের চারতলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগে। সেখান একটি ল চেম্বার আছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট কাজ শুরু করে। পরে আরও তিনটি ইউনিট যোগ দেয়। সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.