ভারতের উত্তরপ্রদেশের মোরাদাবাদের নবীন মাণ্ডি অঞ্চলে একটি গরু হত্যার অভিযোগে এক যুবককে পিটিয়ে মারার খবর মিলেছে। ঘটনাটি ঘটেছে গত ২৯-৩০ ডিসেম্বরের মধ্যবর্তী সময়ের এক রাতে। নিহতের নাম শাহেদিন। এই ঘটনাকে ঘিরে ওই অঞ্চলে উত্তেজনা বিরাজ করছে।
সোমবার (৬ জানুয়ারি) ব্রিটেন ভিত্তিক সংবাদ মাধ্যম এ তথ্য জানিয়েছে।
তদন্তকারী পুলিশকর্মী মোহিত চৌধুরী বলেন, শাহেদিন ও তার সহযোগী আদনান স্কুটিতে করে এসেছিল। মাংস বিক্রির উদ্দেশ্যে একটি বাছুরকে হত্যা করে।
বিবিসির খবরে বলা হয়েছে, পশুর চিৎকার শুনতে পেয়ে সেখানে স্থানীয় বাসিন্দারা জড়ো হন। অভিযোগ, আদনান পালিয়ে বাঁচলেও শাহেদিনকে বেধড়ক মারধর করেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও তাকে বাঁচানো যায়নি। পরে পুলিশ আদনানকে গোহত্যার অভিযোগে গ্রেফতার করে।
ঘটনার চারদিন পেরিয়ে গেলেও শাহেদিনকে গণপিটুনির ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি বলে তার পরিবারের অভিযোগ। এ ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে খুনের ধারায় মামলা রুজু করেছে পুলিশ।
অর্থসূচক/
 
			
 
						

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.